নিয়তির আগুন (থ্রিলার) - অপু চৌধুরী - Bangla Erotica-বাংলা ইরোটিকা

নিয়তির আগুন (থ্রিলার) - অপু চৌধুরী - Bangla Erotica-বাংলা ইরোটিকা

আরো একটা খুন করেছে সেই অজ্ঞাতনামা খুনি এবং আজ ভোররাতে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। যেভাবে এবং যে নিষ্ঠুরতায় প্রথম রক্ত ঝরানো হয়েছিল, ঠিক সেই নিষ্ঠুরতা দিয়ে নাকি তার চেয়েও বেশি নিষ্ঠুরতায় এই ব্যক্তিকেও হত্যা করা হয়েছে। এর মাধ্যমে একটা সিদ্ধান্তেই উপনীত হওয়া যায় যে এই শহরে প্রকাশ্য একটি সিরিয়াল কিলার ঘুরে বেড়াচ্ছে। আমাদের সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, পুলিশ পৌঁছানোর পর একটি কক্ষে উভয়ের মৃতদেহ পাওয়া যায় যা ভিতর থেকে তালাবদ্ধ ছিল। এ বিষয়ে পুলিশকে জিজ্ঞাসা করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। যে এলাকায় খুন হয়েছে তার আশপাশের মানুষ এখনো এই বিশাল ধাক্কা থেকে বের হতে পারছে না। আর নগরীর সর্বত্রই আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। কারও কারও মতে, দু’জনের নামে গুরুতর অপরাধ হয়েছে। এ থেকে একটি উপসংহারে আসা যায় যে হত্যাকারী যেই হোক না কেন দোষীদের শাস্তি দিতে চায়। এই কারণে কিছু সাধারণ মানুষ খুনির প্রশংসা করছে….. টান টান উত্তেজনা আর সাসপেন্সে ভরপুর এক রোমাঞ্চোপন্যাস।