গুণধর শ্বশুর, ডায়রির কিছু পাতা ও একটি মামলা World Daily Story Magazine

গত বেশ কিছুদিন ধরে কথকের মন খারাপ। কেন খারাপ, তার কোন নির্দিষ্ট কারণ নেই, থাকলেও সেটা সে প্রকাশ করে না। মন খারাপ ব্যাপারটির সাথে সে যেন নিজেকে অভ্যস্ত করে নিয়েছে। গত ক’দিন ধরেই কেন যেন কোনো কিছুতেই কথকের আর মন বসে না। অনেকগুলো ভাবনা মাথায় এসে জড়ো হয়। কেন যেন ওর নিজের কাছেই নিজের অস্তিত্ব অসহ্য লাগে এসব থেকে স্বস্তি পাওয়ার আশায়ই সে বেরিয়ে এল বাড়ির থেকে। শহরের বুকে একলা হেঁটে চলেছে কথক। হাঁটার গতি দেখেই বলে দেয়া সম্ভব গভীর কোনো চিন্তায় সে মগ্ন। কথকের এই খারাপ আবহাওয়ার দিনে বাসা থেকে বের হওয়ার কোনো প্ল্যানই ছিল না।
দুরু দুরু বুকে হাজির হয় মদনের বাড়ির সামনে। বেল দিতেই মদন স্বয়ং এসে দরজা খোলে। দরাজ হেসে ভেতরে নিয়ে গিয়ে বসায়। মদনের এই দরাজ অপ্যায়নটা কথক ঠিক আশা করেনি। মনের ভেতরে সংশয় নিয়েই সে ঘরের ভেতরে প্রবেশ করে। ঘরের ভেতরে ঢুকেই সে অবাক হয়ে যায়। সমস্ত মালপত্র বাঁধা ছাঁদা হয়ে ঘরের কোনে রয়েছে। আশু গৃহত্যাগ ঘটবে। অবাক চোখে মদনের দিকে কথক তাকায়।